বিফলতা
অরুণ কারফা

ঠিক ভাবি যেই পেয়ে গেছি এই, প্রিয়ার মনের হিয়ার চাবি
এবার শুধুই প্রহর গুনে দুয়ার খোলার অপেক্ষা,
হিমালয় সম উচ্চ তার
উপলব্ধি করে উচ্চতার
পশ্চাৎপদ হওয়ার অদম্য ইচ্ছার অজান্তে পাই স্বচক্ষে দেখা।

আবার যেই হয় ধৈর্যচ্যূতি, তখন ভাবি,,,,,
এত এগিয়েও ঢোকার দাবি ছেড়ে দিয়ে হেরে গিয়ে
ফিরে এলে মুখ ফিরিয়ে
অন্যজনে নেবেই মনে স্থান করে গুছিয়ে কোণে
থাকলে খোলা প্রবেশ দ্বার অনায়াসে আশ্রমে তার।