অমৃত সুধার চাবিকাঠি
অরুণ কারফা

কারুর কারুর ব্যর্থতার গল্প, শুরু হয় যখন বয়স অল্প
          তাই, পারেনা বোঝাতে তাকে
                  ভালবাসে তার ভালবাসাকে;
কিংবা, বাসতে পারেনা ভালো , তাকে
যে ভালবাসে না ভালবাসাকে।

ভুল বোঝাবুঝির মাঝেই হয়ত
মধ্যস্থতা করতে বসন্ত,
এলেও কিন্তু, দিনের বেলায় নব কিশলয় অথবা মাধবীলতা রাতে মধুময়
                 এ ব্যাপারে কিছু করার  আগে
                 মনে এত ব্যথা জাগে যে,
কোকিলেরও কুহু কুহু তানে তালা লাগে তার দুই কানে
তাই, পূর্ণিমাতেও পারে না ঢালতে জ্যোছনার অমৃত সুধা
         চাবি যে প্রিয়ার আঁচলে বাঁধা।