পরশ্রীকাতরতা
অরুণ কারফা

পরের গাছের স্নিগ্ধ ছায়া লম্বিত হয়ে ছড়িয়ে মায়া
পড়লে বদনে নগ্ন উঠোনে
মনে হয় যেন মগ্ন হয়ে বসে আছি গহ্বরের কোণে, অপ্সরার ধ্যানে,
আর স্বর্গ থেকে তীক্ষ্ণ ডাকে সে এসেছে মর্ত্যে নেমে
আকর্ষণের অমোঘ টানে।

কিন্তু, পাতা পড়লেই হাওয়ার ঝোঁকে
মর্মর করে থোকে থোকে
মনে হয় যেন পরের ছেলে চাপিয়ে দেওয়া হয়েছে কোলে
আর, মুক্তি পেতে তার থেকে
শুনিয়ে দিতে হবে কটূক্তি, যা নয় তা বলে
বচসা করে কোমর বেঁধে ।