ঈর্ষান্বিত চাঁদ
অরুণ কারফা
27.04.23

কৃষ্ণ কালো মেঘমালায়
পরিবৃত ,
                        আবিষ্ট গলায়,
চাঁদ কি পারে আশ্বাস দিতে....
          বিঘ্ন বাধা অতিক্রম করে
          সন্ধ্যে থেকে কাক ভোরে
ঝরাবে সে আলোর ধারায়,
             অপেক্ষারত ছাদনা তলায়
                          শাশ্বত প্রেম জয়ের হিতে।

           এইসব না বুঝেই কেউ
উঠলে প্রেমের হঠাৎ ঢেউ
                      যদি দেয় সাড়া তাতে,
           পরিণতি দেখে চাঁদের চোখে
আসবেই জল উথলে দুখে,
হলেও মনে
ঈর্ষার জন্যে
           কাঁদছে চাঁদ অবজ্ঞাতে।