বাইরের আলো
অরুণ কারফা

শ্বেতমেঘপুঞ্জ গুলো যেই না বিদায় নিল,
জ্যোৎস্নার গন্ধ মাখা শিশিরের বিন্দু রাশি
    ঘুমন্ত ঘাসের 'পর প্রণয়ের তুলে ঝড়
         পড়ল ঝরে কুয়াশা ভেদ করে
                বাতাসের উপর ভাসি।

  যতক্ষণ না সূর্য এসে ভরিয়ে পূব আকাশে
                   ছড়িয়ে রক্তিম হাসি
বোঝালো প্রেমের বন্ধন টিকে থাকে ততক্ষণ  
যতক্ষণ না বাইরের আলো প্রবেশ করছে আসি।