অসহিষ্ণুতা
অরুণ কারফা
সামনেই পড়ে আছে কত পথ,
হারিয়ে তবুও খুঁজি তাকে
-এদের মাঝে কোনটা সহজে
পৌঁছে দেবে
লক্ষ্যে আমাকে।
তার কারণ,
যতক্ষণ না হয় প্রয়োজন
খুঁজে দেখি না বিকল্প তার
সময় থাকতে থাকতে হাতে ......
এমন কী,
অসময়ে উৎরে দেবে এমন কোনো বিরোধী মত দিই না কোনো মতে গজাতে,,,
তাই, পরিনামে তার একই চিন্তার
আবর্তে ঘুরি চক্রাকারে।
ধরাই যাক পাকুর গাছটার কথা ;
হয়ত কারুর দেখে মনে হবে
ফল মূল কিছুই দেয় না যখন
বাগানে তার কীসের প্রয়োজন
~কেনই বা রেখে দিয়েছি তাকে~
কিন্তু আবার ,
পল্লবীত প্রশস্ত শাখে মৌ জমলে মৌচাকে
পান করে তা কৃতজ্ঞ মন
উপলব্ধি করে তখন
প্রতিটা প্রাণীর এখানে সৃজন হওয়ার পিছনে রয়েছে কারণ।