সান্নিধ্যের ভয়
অরুণ কারফা
তার সঙ্গে আমার দূরত্ব, খুব যে বেশি, তেমন নয় তো
ঐ খোলা মাঠের সঙ্গে যেটা লুকিয়ে থাকা দিগন্তের হয়,
....... সূর্যাস্তের থেকে সূর্যোদয়ের সময়।
ভোরের আলো ফোটার আগে,
শিশির পড়া ঘাসের বুকে সাহস ভরে পা ঠুকে
চলতে গিয়ে তাড়াতাড়ি
কযেক যোজন হেঁটে যখন বুঝতে পারি,
দূরত্ব যাচ্ছে ক্রমশঃ বেড়ে, কেউ নিচ্ছে তাকে কেড়ে
তখন নিজেকে মনে হয় আনাড়ি,
তাই, সান্নিধ্য পেতে তার অজান্তে যেন আমার অন্তরে হয় প্রবল ভয়,
গুটিয়ে ফেলি পাততাড়ি।