চোখের পাতায় নাম লেখা
অরুণ কারফা
খাতার পাতায় লিখে পাঠিয়ে ভুল করলে
হয়ত বা মুখ ফিরিয়ে কান মলে ভোল বদলে
টুকরো টুকরো করে ছিঁড়ে দেওয়া যায় তা সবই ভুলে,
কিন্তু, চোখের পাতায় লিখলে বাণী
ফিরিয়ে নেওয়া যায় না তা বিনিময়ে না পাঠিয়ে নিজের প্রিয় চিত্ত খানি,
বলাই বাহুল্য, সবাই জানি।
এমন ঘটনা খুব যে ঘটে তা নয় ;
তবু যখন বলতে চাইলে মুখ ফুটে
ঘড়ির কাঁটা চললেও ছুটে
লিখে পাঠিয়ে কোনো এক চিরকুটে বিফলতাই ভাগ্যে জোটে
তখন একটাই থাকে মোক্ষম অস্ত্র ;
চোখের মণির ভিতর দিয়ে মনের খনির তলে ঢুকে
কর্তন করে লিখে আসা
যতন দিয়ে বচনবদ্ধ প্রেমের অমোঘ নিগূঢ় মন্ত্র,
যাতে সেটাই হয় ভবিষ্যৎ বাণী।