প্রণয়ের ক্ষত
অরুণ কারফা

আমি তাকে চাই দিতে আঘাত, ভুল করে
ইচ্ছে করে নয়,
কারণ, সেই অজুহাত দিয়ে বাজীমাত করছে
সে সব সময়।

আর তা র দ্বারা সৃষ্ট ক্ষত
হয়ত ঘৃণার প্রলেপে শুকোতো
কিন্তু, সে কাজ করতে লোকসান ভরতে
অসমর্থ হয় প্রণয় ।