জড়তা
অরুণ কারফা
একজন ব্যর্থ মানুষ হিসেবে নিরজনে
বলছি এ কথা সজ্ঞানে এই মূহুর্তে ;
বলার সাহস না থাকলেও, বলতেই হচ্ছে নিঃশর্তে।
কী হবে যদি সত্যি কথা নাই বা বলি?
পারবে কি ক্ষমা করতে
পরবর্তী প্রজন্মের নব বসন্তে উঠেও ফুটে নতুন কলি মনের আনন্দে
ঝরে পড়লে তালকেটে বেঘোরে ছন্দে ?
অসম্ভব কিছুই নয় হয়ত ইদানিং কালে এ জগতে...
ভাগ্যকে দোষারোপ করতে করতে আধপেটা থেকে মরতে মরতে
ভুলেই গেছে মগজাস্ত্রতে শান দিয়ে প্রতিবাদ করে মানুষ
আগ্নেয়াস্ত্র তুলে ধরে এগিয়ে যেতে একই সঙ্গে বিনা দ্বন্দ্বে।