অবলা ঘুড়ি
অরুণ কারফা
ওড়াতে গিয়ে রঙিন ঘুড়ি ইচ্ছে হয় না সঙ্গ ছাড়ি
যতই বল নাড়ীর কিনা টান,
আবার যখন ফু়ঁ দিয়ে গায়ে উড়ে বেড়ায় পুলক জাগায়ে
ফুরফুর করে আনন্দে ভরা প্রাণ ।
তেমনই যেই,
গোঁত্তা মেরে পড়ে যায় সে
অধঃপতনের তলদেশে
বর্বরদের পতিত জমিতে লোকতন্ত্রের নাট্য ভূমিতে
--দেখলে তার পদস্খলন মনে হয় নিজেকে দোষী ভীষণ - -
পারলাম না এক অবলা নারীকে
নিশ্চেষ্ট থেকে প্রাণে বাঁচাতে
অথবা তার সম্মান ।