সূচিপত্র
অরুণ কারফা


কী কারণে ঠিক জানিনে, বদভ্যাস ছিল একটা মনে ....
      কিছুটা পড়ে, বাকিটা কখনো পড়ব পরে, মনে করে
বইয়ের পাতায় কানমলা দিয়ে দগদগে এক চিহ্ন রাখার,
      যা কিনা মিটানো যেত না
ঘষলেও দিয়ে একগাদা রাবার ।

নাঃ, একদম জানতেম না বললে সত্যের অপলাপ হবে
কারণ, যেদিন প্রথম দেখেছিলাম তাকে
           বনবীথি দিয়ে সাজানো নয় লাল মাটি দিয়ে বানানো  বোধহয়
পোড়া কপালের পথের বাঁকে,
          মায়া জড়ানো ছায়া ছড়ানো ভবিষ্যৎ রুপোলী পর্দায় ভাসানো
অঙ্গুলি হেলনে তার ডাকে,
          সে দিনই প্রথম দিয়েছিলাম দাগ বইয়ের পাতায় দেখাতে সোহাগ
ঠিক যেখানে সূচিপত্র থাকে।