প্রজ্বলিত অন্ধকার
অরুণ কারফা

দিনটা ঠিক পড়ছে না মনে....
         ঝড় উঠেছিল ঈশান কোণে,
আর,,,,
         কিছুতেই দেখতে পারছিলাম না
এত গাঢ় ছিল অন্ধকার।

হয়ত এসব হয়নি কিছুই,,,,
তবু বলছি মনের কথা
মিথ্যে হলেও
ইচ্ছে হওয়ায় অনেকদিন পর....

মর্মরেতে শুকনো পাতা
তার আসার দিতেই বার্তা
               ধৈর্য ধরে অপেক্ষা করে বুঝলাম যেই সেই অধরে
        ঠেকাতে হলে অধর আমার,
দেখতেই হবে চাঁদ মুখটা
যেভাবেই হোক আলো ঢেলে  
      সুযোগ নইলে মিলবে না আর।

তাই শেষমেশ, ইন্ধন না হওয়ায় জোগাড়
              অনেক ভেবে চিন্তে দেখে
উদার হাওয়াকে সাক্ষী রেখে
      প্রেমের আগুনে জ্বালিয়ে আঁধার,
স্নিগ্ধ আলোয় সন্তপ্ত মনে
               দেখলাম মুখমণ্ডল তার।