বিদ্যুৎ স্ফুরণ
অরুণ কারফা
কোদাল দিয়ে মাটি কুপিয়ে
গোল করে চারধারে সাজিয়ে
স্বপ্নের বীজ
ধনের জোরে করে বপন,
মেঘের থেকে জল আনিয়ে
বিনিদ্র রজনী কাটিয়ে
প্রেমের মন্ত্রে
করব সিঞ্চন।
আর, তা যদি হয় সিঁদুরে মেঘ
থাকবেই তাতে শুধু আবেগ
সাতপাকে বাঁধার আগে
আমাকে সে আনতে বাগে
হয়ত করবে বিদ্যুৎ স্ফুরণ,
তার আলোয় ঠিক তখন হয়ত পাব তার দর্শন।