আলোর গুণে
অরুণ কারফা
হাঁটছিলাম তার ছায়ায় ছায়ায়
একাত্ম হয়ে অভিন্ন কায়ায়
মায়া জড়ানো ছায়াপথে;
মাঝপথে, আলো নিভতেই, ছায়া হারাতেই,
ভিন্ন হলাম অভিমতে
স্বকীয়তা ফিরে পেতে ।
ভেবেছিলাম নিজের যারে, অন্যের আলোয় ছায়ায় বাড়ে,
ভুল ভাঙ্গল অন্ধকারে,,,,,
পরের স্বপ্নে আলোকিত অন্যের আলোয় চমকিত
এই যার গোপন তথ্য তা জানাজানি হয়ে যেতে ,
বুঝতে পারলাম প্রতিনিয়ত
আগল খুলে প্রয়োজন কত
বাইরের হাওয়ায় নিঃশ্বাস নেওয়া পরান খুলে ;
যাতে, জ্ঞানের আলো উঠলে জ্বলে
চোখ ধাঁধানো রশ্মির চ্ছ্বটায়
মালা পড়িয়ে কারুর গলায়
অভিন্ন দিশায় এগোনো যায় । । ।