পথিক সেজে
অরুণ কারফা
বাগানটার পরিসরে
বলতে পারি গর্ব করে,
হাওয়ার দোলে বোশেখ এলে
কৃষ্ণচূড়ায় আগুন ধরে,
আর, পথিক সেজে চোখ বুজে, বসে দেখি তার তলে
চতুর্দিক কেমন জ্বলে ।
এও দেখেছি লক্ষ্য করে
না থাকলেও মৌ ভিতরে
আগুন নেভাতে জড়ো হয়ে
গুনগুন সুরে ভ্রমর ওড়ে
পথিক সেজে অচেতনে
তখন তাল ঠুকি গুঞ্জনে ।
হ্যাঁ, উত্তাপে না পেয়ে ভয়
ডালে ডালে পিঁপড়ে ঘোরে
দলে দলে মাথার 'পরে ।
তারপর দেখেছি এও নীড়ে,
ছানা গুলোকে পোকা ধরে
আদর করে খাওয়ানোর পরে
কাকপাখিরা গল্প করে; ভান করে ক্লান্ত সেজে ঘুমন্ত পথিক হয়ে বিভোর মনে তাও শুনি মন দিয়ে নির্জনে।
আর দেখে এসব বোকার মত ভাবি যতসব হাবিজাবি .....
সংসার যেন কতই আমার
শত দুঃখের মধ্যেও তার
উথলে উঠছে ফেঁপে ফুলে
....... ভেবে ভেবে সেই আনন্দে
বুকের মাঝে শিহরণ চলে সন্তর্পনে। ।