শূন্য পেটে হাত বুলিয়ে
অরুণ কারফা
চোখের জল ঢাকতে গেলে ডুব দিতে হয় সাগর জলে
কিন্তু, যার সাগর নাই তার কী হবে শোকের ছায়ার
অথবা সে করবে কী আর ..
থেকেও জল শুকিয়ে গেলে।
অবশ্যই তা এঁকে নেওয়া যায় চামড়া কেটে রক্ত দিয়ে
নিজেরই পিঠে চাবুক চালিয়ে
নুন আনতে পান্তা ফুরোলে,
নোনা জলের স্বাদ পেতে, নিশ্চিন্তে পাতা চিবিয়ে
পোড়া কপালে হাত বুলিয়ে
অধিকার ভুলে।