শূন্যতার অভাবে
অরুণ কারফা
যখন, সংস্পর্শ করতে পরিহার সম্পর্কে এলো না কেউ আমার
অভাব বোধ করায় স্বাধীনতার
বুঝতে পারলাম গাছ,
শাখের মাঝে সবুজ পাতার ফাঁকে ফাঁকে
এমনও খালি জায়গা রাখে
যা দেখে আকৃষ্ট হয়ে নিকৃষ্টতম জিনিস বয়ে
সাঙ্গোপাঙ্গো এনে বিহঙ্গ তৈরি করবে নীড় নীরবে ।
বুঝতে পারলাম প্রয়োজনে আনতে হবে শূন্যতাও
যৌবনে
প্রত্যেকটা জীবনে ,
উপবৃত্তের কল্পনা করে অসত্যের ছলনা ধরে
দুষ্টগ্রহকে রাখতে হলে দূরে...
যাতে, কেন্দ্রের মাঝে কেউ এসে অনভিপ্রেত দাঁড়িয়ে ঘেঁষে
অসহনীয় না করতে পারে দুইটি জীবন জুড়ে।