বিরহের আশায়
অরুণ কারফা
24.03.2023

তীর মেরে ছিলাম এমন ভাবে
বীর মনে হলেও আমাকে স্বভাবে
... যাতে কভু না ফলকের ধার
মনকে তার করে ছারখার...
এমন ভাবে,
অঝোর ধারে রক্ত ঝোরে
হৃদয় ভরে করুণ স্বরে
অগৌরবে ।

       কিন্তু যা ভাবিনি তখনো,,,
       রুধির বিনা বধির জীবনও
       বিরস বদনে সরস নয়নে
       বৈচিত্র্যের আশায় অনিত্য বাসায়
       বিরহের তরে অপেক্ষা করে।