আলোর ঠিকানা
অরুণ কারফা
আত্মকেন্দ্রিক হয়ে যেদিন
আত্মবিশ্বাসটা হারালাম
সেদিন থেকেই হয়ে গেলাম,
আমি আমার রিপুর গোলাম।
তার সম্মতি ছাড়া এখন পা পড়ে না জনপথে
গা করিনা যে যা বলুক মিথ্যে বলি দিবারাতে।
তবে, একটা কিনা অসুবিধা
বলতে নেই কোনো দ্বিধা
অন্ধকারের জমাট পাহাড়
জমিয়ে হলেও সবটা আমার
একটু আলো পাইনা দেখতে
সকাল সন্ধ্যে দিনে রাতে,
মাঝ দিয়ে তার
কোনো মতে।