মুক্তিদাতার সন্ধানে
অরুণ কারফা

অনেক দিন ধরে
                         খুঁজেছি তারে:
সেই মেঘকে.... যে
        বুক ভরা ভরসা নিয়ে এসে
অচিনপুরে গিয়েছিল ভেসে
আর,
        ঈশান কোণে গর্জে উঠে
        টুটবে বলেও পড়েনি টুটে।

...দেখতে হলেও কচি ফুটফুটে।

কাকে বলব বিবরণ দিয়ে
বিশেষ ভাবে চেহারা নিয়ে ;
আর ছিলও না তেমন কিছুই বলার
উঁচু গলায় গর্ব করে,
সেই যে সেই প্রথম দিকে।

নাক চোখ মুখ ধরে তাকে
বোঝাতে হলে একে একে ,
আর পাঁচটা মেঘের মতোই দেখতে বলে
যায়নি বোঝা
লড়াকু মনোভাব ছিল লুকিয়ে অদম্য মনে সুকৌশলে তলে।

পার্থক্য তাই শেষমেশে গড়লই সে কালো আকাশে            
             আলোর ঝলক দেখিয়ে পলকে
চাষার বুক ভরিয়ে পুলকে
             ভাবিয়ে তুলল পাতকী  মহাজনদের,
যারা ছিল পাপের নরকে ডুবে
আড়ম্বরের;
       উঁচিয়ে আঙুল বুঝিয়ে দিয়ে
       আবার ফিরে
আসবে বলে
আরো বেশি মেঘ নিয়ে সদলে।