মুক্তমনার সন্ধানে
অরুণ কারফা

অক্ষর গুলো ছড়িয়ে ছিটিয়ে
আলগা হয়ে
                     পড়ে
                              গেলেও
উঠে দাঁড়িয়ে পাখনা মেলেও
গড়তে পারবে আবার, শব্দাবলীর সমাহার
আর, সাহস জোগানো মানে,
সমাজ চেতন বহু বিদ্বজন
অপেক্ষা করছে চাতকের মতন
তেমন লেখকের সন্ধানে।

চললেও চাবুক পিঠে যার
বদলাবে না লেখার ধার
         হাতে গোনা এমন ক'জন
         মুক্তমনার তর্জন গর্জন
বদলাতে পারে পরিশ্রম করা মানুষের জীবন
সে কথা কে না জানে।