সতী সাবিত্রীর খোঁজে
অরুণ কারফা
আলোর মাঝে আঁধার খুঁজে
সাফল্য ভেবে চোখ বুজে
ভাবছিলাম যখন পেয়ে গেছি বেঁচে থাকার মানে
সব সুখ ভেস্তে গেল কাল বৈশাখী আগমনে।
সেই অন্ধকার, কিছুটা হল দ্বিখণ্ডিত বিদ্যুতের চমকে
কিছুটা কাঁপল থরথর করে বজ্রপাতের গমকে।
তারপর যেই থামল ঝড়
ভাবলাম কী করি এরপর,
বহু কষ্টে করেছিলাম যার চারিদিক খুঁজে আবিস্কার, শুচিতাই যখন হয়েছে নষ্ট, কী করে গড়ি তার সাথে ঘর
ঠিক তখনই বুঝতে পারলাম, তমস ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আর
বিস্ফারিত নয়নে।