অনুমানে
অরুণ কারফা

ভালবাসায় না থাকায় স্পন্দন প্রাণের
নীড় বানিয়ে সখী আনিয়ে
দায়িত্ব নেবার প্রতিজ্ঞা জানিয়েও
                                   সন্তানের,
পাখিটা রয়ে গেল একাকী
আর বাকিরা পেলেও সখী
                ভার নিয়ে অভিমানের।

গাছটার ছিল না কোনো দোষ কোনো ভাবে
শাখা প্রশাখার অভাবে,
চেষ্টায় সে দেয়নি ছেদ
দূর করতে বোঝাবুঝির ভেদ
     'কিন্তু, বিধি বাম ছিল তাই'
যে অজুহাত, হলে কুপোকাত প্রায়শই আমরা জানাই
এতদসত্বেও কাটিয়ে বিপর্যয় আবার বোধহয় একদিন সে
ফিরবে আসমানে
আজ না হলে কাল চাকা ঘুরবেই, অনুমানে।