অর্বাচীন
অরুণ কারফা

আসবে বলেছিল ভূবন ডাঙ্গায় সকাল বেলায় নাপিত পাড়ায়
যেখানে তারা চুল দাড়ি কামায়
অনেক দূরে সেখান থেকে পথ যেখানে গেছে বেঁকে
তার ধারে দিঘীর পাড়ে
যা দেখলেই মন কাড়ে
তার গায়ে কদম ছায়ে, খালি পায়ে চট বিছায়ে
মাছ ধ'রে ঝুড়ি ভ'রে জেলেরা যায় ফিরে ঘরে
ভাতের সাথে ছেলেরা যাতে পাতে কিছু ভালো পায়।

কিন্তু, কাকতালীয় ভাবে
এক নাগাড়ে জলে আষাঢ় ডুবিয়ে দিতে দিঘীর পাড়
আমরা শুধু ভিজতে ভিজতে বারবার, বারংবার
করলাম তাকে প্রদক্ষিণ
গুনতে গুনতে সাত পাকে কম করেও সারাটাদিন ।

জানিনা ভুল হয়েছিল কি না গুনতে গিয়ে অসাবধানে
বৃষ্টি যেতে শেষে থেমে
      ভাটা পড়তে যৌথ প্রেমে, রোদ উঠতে বলল ঘেমে
      এমন কাজের হয়না মানে
এসব করে অর্বাচীন।