প্রেম আহরণ
অরুণ কারফা
মাঝে মাঝে মনে হয়
ভিজিয়ে নিয়ে শিশিরে মন দেখি শুকোতে লাগে কতক্ষণ,
বিন্দুতে যে লুকিয়ে থাকে সিন্ধু বিলক্ষণ।
ইন্দুও দেয় প্রেমের ছোঁয়া
যাবার কালে বিন্দুর ভালে সে যাতে না দেখতে পায় তা,
ভোরের বেলায় ঘুমায় যতক্ষণ ।
তাই সিন্ধু সম প্রেম নিয়ে
বিন্দু যখন যাচ্ছে মিলিয়ে শুকনো হাওয়ায় বাষ্পের মতন
কিছুটা যদি করতে পারি তার থেকে প্রেমের বারি
চেষ্টা করি করতে আহরণ।