জল্পনা কল্পনা
অরুণ কারফা
19.04.23
শুকনো পাতা, খড়কুটো আর
শ্যামল গাছপালার আড়,,,,,
পাখনা উড়িয়ে কাঠখড় পুড়িয়ে, এসব না করতে পারলে
::::জোগাড়,
------------
'তা' দিয়ে ডিমের 'পরে
অকল্পনীয় ধৈর্য ধরে
বসে না থেকে আপন মনে তার পর সেই নীড়ের কোণে ,
করতে না পারলে আসল কাজ
:::::জন্মদাতার,
-------------
খরার মাঝে ভরা দুপুরে
বর্গীর থেকে খাবার ছিনিয়ে
সদ্যোজাতর চঞ্চুতে পুরে
চেষ্টা না করলে তাকে
::::বাঁচাবার, - - - - - - - - - - - - - - - -
কল্পনার জাল বিস্তৃতি পেয়ে
স্রষ্টাকে স্বীকৃতি দিয়ে
নিজেই
নিজেকে ছাপিয়ে
স্বরূপ নেয় না সফল কবিতার ।