বাসর ঘরের আশা
অরুণ কারফা
কিছুটা যেমন পরশ্রীকাতর সূর্য
অন্ধকারের আড়াল থেকে দিঘীর জলে সদ্যস্নাত চাঁদের রূপ দেখে হিংসের জ্বালা মেটাতে দিনের শেষে সান্ধ্যস্নানে সিক্ত হয়ে নিজেকে শীতল করে,
আর তাই দেখে
লক্ষ্মী প্যাঁচা মুখটি চেপে সশব্দে মুচকি হেসে গহীন জঙ্গলের নিঃশব্দতা প্রকট করে;
কিছুটা যেমন
মরীচিকার জল পান করে উট তেষ্টা মেটালে চাতক সেখানে এসে বাসা বাঁধে ,
আর তাই দেখে
উটপাখি নিঃসীম শূন্যে ডানা মেলে দিয়ে উড়তে উড়তে ডিম পাড়ে ;
ঠিক সেই রকম ভাবেই কেউ কেউ
পারলৌকিক প্রেমে হাবুডুবু খেয়ে জাগতিক প্রেমের সঙ্গে পাঞ্জা কষে নাস্তা নাবুদ হয়ে সম্পূর্ণ পর্যুদস্ত হয়
আর তারপরেও ভালবাসা,
তুমি তাসের ঘরে বাসা বেঁধে অনাহূতের মনে বাসর ঘরের জাগাও আশা।