আগুন জ্বালো
অরুণ কারফা

শুনে আসছি ছোটোর থেকে
আগুন নিয়ে খেলা করো না
লাগলে কখনো নেভাও তাকে।

তবে,
প্রবেশ করে তারুণ্যের অরন্যে
জানতে পারলাম ঘটা করে
উদযাপন করতে হবে সেই দিনটা
যেদিন আগুন লেগে পলাশ বনে ছড়িয়ে পড়বে দুটো মনে
কারণ, ভেদ ভাব করে না সে
সংযুক্তি করণের সম্প্রসারণে।

আবার শুধুই কি তাই,
যখন আগুন লাগে জিনিসের দামে,
অথবা আঁচ লেগে তার
দুই সম্প্রদায় হলেও ছারখার
শত চেষ্টাতেও যায় না থেমে,
তখন কিন্তু বিপ্লবের আগুন
জ্বালতে হয়
সম্মিলিত চেষ্টায় সমাজ জীবনে ।