মনুষ্যত্ব
অরুণ কারফা

কযেক মুঠো আশীর্বাদ আর ঝুলি ভরা অভিশাপ নিয়ে
পড়ে গেলে হোঁচট খেয়ে
যখন অনেকেই আসে সাহায্য করে তুলে দিতে এগিয়ে
ভয় হয় তখন এমন না হয়  
অভিশাপকে আশীর্বাদ ভেবে
কয়েক গুচ্ছ হাতিয়ে নিয়ে কেউ যায় কোথাও পালিয়ে ।

এই চিন্তাটা প্রথম প্রথম ফেললেও আমায় বেশ ভাবনায়
শান্ত হলাম এর একটা দিক বুঝতে পেরে সামান্য হলেও দেরী করে।

মনুষ্যত্বের ছিটে ফোঁটা এখনও
যদি না থাকত বেঁচে
হয়ত ছলে বলে কৌশলে
অভিশাপের বোঝাই দিতাম গছিয়ে।