গৃহী সন্যাসী
অরুণ কারফা
এত ছল, চোখের জল
তার সাথে অভিনয়ের ফল
করেছিল মন এতই দুর্বল, যে
বুঝতেই পারিনি মাধবী রজনী করেছিলো বোধশক্তি বিকল
প্রণয় দেওয়া নেওয়ার মাঝে।
তাই, তারই তৈরি স্বপ্নের দেশে আজো ঘুরি গৈরিক বেশে
যদি পারি মুক্তি পেতে গৃহী সন্যাসী থেকেও শেষে।