সম্মানের নির্বাসন
অরুণ কারফা
দুই মেঘের মধ্যে শত্রুতা আকাশকে নিয়ে
তাকে, লাভ হয়নি যদিও জানিয়ে।
নীচের মেঘ বলে আকাশ আমার অভিভাবক, তত্ত্বাবধায়ক এবং পালক
তাই প্রথম স্বত্ব আমার,
উপরেরটা রাগত স্বরে বলে আমি উচ্চ বর্ণের তাই
এ ব্যপারে যেতে নাহি চাই বাদ-বিবাদে
যদিও আকাশের নৈকট্য পাওয়ার সুবাদে
ছাড়ব না এক ইঞ্চিও অধিকার।
উঠল এরপর একদিন এক ভয়ংকর প্রলয়ংকরী ঝড়
উড়িয়ে দিয়ে নীচু তলার মেঘকে অতঃপর
মনে হলেও আপাত দৃষ্টিতে হয়েছে তৎপর তাকে বঞ্চিত করতে স্বাধিকার থেকে
জনপ্রিয়তায় ছাপিয়ে গেল সে
অঝোর ধারা নামিয়ে বরষে চোখের নিমেষে
আর উঁচু তলার মেঘ রইলো উপেক্ষিত আপন রচিত অহংকারের দেশে।