চক্রব্যূহে অভিমন্যু
অরুণ কারফা
অভিমন্যুর মত প্রবেশ করে
তার অন্তরে প্রত্যন্তরে,
ভেবেছিলাম আসব ফিরে বরমাল্য গলায় পড়ে
বরণ করে তাকে ঘরে
ঠিক যেন, মহাভারত জয় করে।
কিন্তু বিধি বাম,,,
এখনো আছি ভীষণ ঘোরে;
খেই পাচ্ছি না বুঝে, এমন সেজে গুজে থাকলেও সে পরীর বেশে
আসলে সে এক চতুর জন
গচ্ছিত করে নিয়েছে মন অভিনয় করে ভালবেসে।
প্রথম দৃষ্টিতে, ডানা কাটা হলেও মনে
পুঙ্খাপুঙ্খ অবলোকনে
বুঝতে পারলাম অনেক পরে, মনে মনে ধীরে ধীরে
সন্দেহ নেই সে পারদর্শী
অন্তরীক্ষে জলে স্থলে।
তাই, মুক্তিযুদ্ধে হার হবে জেনে
তার মুক্তিই আমার মেনে
একসাথে করি এখন দিন যাপন সারা জীবন ধরে।