ঘরে ফেরা
অরুণ কারফা
সব পাখিই ফেরে ঘরে
দিন শেষে ধীরে ধীরে,
ভালবেসে তাই,
দিয়েছিলাম তাকে ছেড়ে
স্বাধীন ভাবে উড়ে
বুঝুক, কী কষ্টকর পরাধীনতাই ;
কিন্তু যা ভাবিনি মনে...
আমার এই কুটুরীটিতে
ভাব ভালবাসা যেখানে
এক চিলতে যেন ফিতে,
রোদ জল ঝড়
অবাধ গতিতে করে আনাগোনা
বন্যা হলে ভেসে আসে পড়শির করুণ কান্না ,
সেখানে কি অচিরে
আবার আসবে ফিরে,,,,,
~ মুক্তো ঝরানো চাঁদের জ্যোৎস্না~।
তবে হ্যাঁ, এ কথা বলে বিজ্ঞ জনও
অন্ধকার হলে ঘন
মুখরিত হয়ে ওঠে সারাক্ষণ মৌন থাকা মৃদুভাষী জ্যোছনও,
আর তখন প্রিয়জন বিলম্বেও দেয় মন।