দীর্ঘশ্বাসে সামাল
অরুণ কারফা
এখনো পারিনি পৌঁছতে সেই পর্যায়ে,,,,,
এখন যেখানে আছি দাঁড়িয়ে বলতে পারি খুঁড়িয়ে খুঁড়িয়ে
এই হচ্ছে পৈতৃক গোত্র , নাড়ি - নক্ষত্র,
সম্পত্তি , বাড়ি গাড়ি , আর কী কী নিজের জন্যে করতে পারি এবং করি...
কিন্তু বলতে কি পারি, বড় গলা করে অন্যকে দিয়েছি কী ঝোলা ভরে,
যার দ্বারা হয় মনুষ্যত্বের পরিচয়।
পারিনি এখনো যা কিছু করতে,
তার ফিরিস্তি তৈরি হতে দেখলাম, এত দীর্ঘ যে থাকতে হবে কাজের মাঝে
সম্পূর্ণ করতে, হয়ত দীর্ঘকাল, অনন্তকাল...
আর, তৎদিন দিয়ে যেতে হবে দীর্ঘশ্বাসে সামাল।