প্রণয়ের পথে বাধা
অরুণ কারফা

পাঠিয়েছিলাম ভালবেসে কালো অক্ষর ভিনদেশে
যেখানে প্রবেশ নিষিদ্ধ বলে
ছলে বলে কৌশলে সাজিয়ে নিয়ে তলে তলে
পেতেছিলাম ওৎ কেটেছিলাম ছক,
যাতে, অভিমান থাকলেও তাতে
প্রকট না হয়ে ওঠে
স্পষ্ট ভাবে তাও ফোটে
অভূতপূর্ব প্রেমের ফলক।

আসলে এই সমস্যার .... সে অর্থে নেই প্রতিকার
ভালবেসে চাইতে হলে বিনিময়ে ভালবাসা
যদিও যায় করাই আশা,
পৌরুষ হয়ে দাঁড়ায় বাধা ;
প্রকাশ করে সোজাসুজি আত্মসম্মানেই বাজী রেখে যায়না বেশি সাধা
এও জানা নেই আবার , কী যে করা যায় আর!