তার লেখা কবিতা
অরুণ কারফা
পকেটমারের ভয়ে
রাখিনি পকেট জামায়
তা সত্ত্বে সে এসে নিত্য নতুন বেশে লোভনীয় পোশাক পরিয়ে দিয়ে যায় উপহারে
যাতে, পকেট ছাড়া বলার মতন, আর কিছুই নাই সম্ভারে।
না করতে পেরে তা প্রত্যাখ্যান
কলম রেখে তাতে একখান
অপেক্ষা করে থাকি....
কতক্ষণে সে ফিরে এসে তার বদলে ভালবেসে
লিখে দেয় আমায় এক কলম
ধরো, এই লেখাটাই যে'রম
মন্দ হয়েছে নাকি!