অনুভূতিহীন রক্ত পিণ্ড
অরুণ কারফা

ভাবলেই অযথা শিউরে উঠি;
কী হবে, যদি রাতের আকাশে নীলের মত হঠাৎ উবে চলে যায় যত
সংগৃহীত, সংরক্ষিত
কষ্টার্জিত, পরিমার্জিত
ধীরে ধীরে গড়া সব অনুভূতি।

হ্যাঁ, কোনো ক্ষতি হবেনা হয়ত মানুষের ;
পূর্ব পুরুষের কঠোর শ্রমে তৈরী করা বংশানুক্রমে  
যে সব সংস্কার জন্মে ছিল রন্ধ্রে রন্ধ্রে মর্মে মর্মে
সে গুলো হয়ত রইবেনা আর তেমন ভাবে
বদলে গেলে চরিত্র স্বভাবে।

তবে এও মনে হয়, লাভ নেই ভেবে বোধহয় ;
কারণ, সংস্কারের অভাবে পরিবর্তনে সেভাবে  
অনুভূতিহীন হৃদ পিণ্ড আর , উত্যক্ত হবেনা তার।