সুখের বাসা
অরুণ কারফা

উপেক্ষা করে বহুকাল দূরে
এলোমেলো হাওয়ায় ভেসে এসে উড়ে
থাকলেও মনের অন্তঃপুরে,
               কে জানতো তারই কাছে আছে চাবি
               একদিন আসবে নিয়ে তার দাবি
               প্রস্তুত হয়ে অচিরে ফিরে,
বসত গড়তে ছেড়ে যাওয়া নীড়ে।

আসলে সে ছিল ছিন্নপাতা
উন্নাসিকতার মানসিকতা দেখলে মনে হত আপাত দৃষ্টিতে, লিখে রাখা নেই তার কুষ্ঠিতে
কারুর জন্য কোনোদিন হবে তার দ্বারা কখনো আসন পাতা।

তাই ছিন্নমূল হয়ে ভিন্ন বাগানে আশ্রয় পেলেও কিছুক্ষণে
উপলব্ধি হল রন্ধ্রে রন্ধ্রে
মরমে মরমে যার তরে আছে কদমে কদমে মায়া ভালবাসা
শরম ভুলে তার সাথেই চরম সঙ্কটেও এক পাতেই ভাগাডাগি করে আধপেটে লড়ে
গড়ে তোলা যায় সুখের বাসা।