চাঁদের নজরদারি
অরুণ কারফা
এই বয়সে এসে শেষে কিনা সে, ভালবাসার ফাঁদে পা দিয়ে ফেঁসে
তড়িঘড়ি শুরু
করল নজরদারি।
সেদিন, বইছিল ঝোড়ো বাতাস জোরে
জ্যোৎস্নার আভাস পড়েনি নজরে কানাকড়ি;
আর, বাড়লেই বেগ উড়বেই মেঘ
.... এই আশায় ফাঁদ পেতে রেখে চাঁদ
মেঘের আড়ালে করছিল ঘোরাঘুরি।
খানিকক্ষণ পরে গর্জন করে
বিদ্যুৎ চমকালে ঘনঘোরে
যতটা পারল উঁচুতে গিয়ে
দেখে নিল চাঁদ বাঁকা চোখ দিয়ে
কীভাবে বেড়িয়ে অন্ধকারে ভিজে ফুলের গন্ধ নিয়ে নিশাচরে
পায় আনন্দ
ভাঙ্গলেও ঘরবাড়ি।
অথচ তখন, উচিৎ ছিল তার
পরশ দেওয়া স্নেহ মমতার,
আর ঝরানো,
চোখ ঝলসানো রুপো গলানো
মুক্তোর মত ভালবাসা মাখানো
জ্যোৎস্নার ফুল ঝুরি।