মনের ভুল
অরুণ কারফা
আমার চিত্ত ভীষণ অবাধ্য,,,,,
চোখ দিয়ে নিজের দেখেনা বিশ্ব
দেখে তার মণি দিয়ে...
আর, তাই বোধহয় দৃশ্য গুলো হয় নিখুঁত, বাস্তবিক আর বহু মাত্রিক
কল্পনার সীমা ছাড়িয়ে।
তাই বোধহয়, প্রজাতিদ্বয় একসাথে ওড়ে ঝলমল করে
... অতৃপ্ত নগরে শান্ত ভোরে আলোর ঝড়ে কম্পিত করে...
রঙীন ডানা বাগান খানায় আলস্যে মেলে দিয়ে,
না ফুটলেও ফুল, নাকি মনের ভুল,
হালকা সুগন্ধে দিগ দিগন্তে ম ম করে মাতিয়ে।