বর্ণ বৈষম্যের ছুটি
অরুণ কারফা
মহাকাশ থেকে এসে আকাশে
পড়ার পরে গর্জন করে
মেঘ যেমন পড়ে ফাঁপড়ে,
তেমনি যেন শরৎ কালে অথৈ জলে
প্রস্ফুটিত হয়ে দলে
সকাল বেলায় পরিণত হল অকালে চাঁদ শতদলে।
কৃষ্ণ গহ্বর পেয়ে খবর ধেয়ে এলো গন্ধের টানে
পরিমল তা অবশ্যই জানে
আর, জানে বলেই পদ্ম পাতার আসন পেতে
তৈরী হল মৌ বিতরণে।
সাদা কালোর এই সদ্ভাব
পথিক দেখতেই দুচোখ ভ'রে
বর্ণ বৈষম্য কাটাতে গেল লম্বা ছুটি চিরতরে।