সুযোগ সন্ধানী
অরুণ কারফা
অঝোর ধারা নামতে শ্রাবণে ...
তার সন্ধানে
ময়ূর এলো মযূরীর খোঁজে,
রঙ বেরঙের খাঁজে খাঁজে পসরা নিয়ে পালকের ভাঁজে
----রূপের ডালি সাজিয়ে মাঝে এমন সব কারুকার্যে
যাতে, চাতুরীর বহর লাগে কাজে।
এৎদিন ছিল সে কোথা কে জানে,
এখন কেন এলো সেখানে, সময় বুঝে প্রহর খুঁজে,
গাছপালা যখন সিক্ত বনে আর, হরষ জাগে প্রতিটি প্রাণে ভিজে ফুলের ঘ্রাণে ঘ্রাণে ।
আগে কি কখনো নিয়েছিল খোঁজ
নেয়নি বলেই হয়ত তাই,
পেখম তুলে নৃত্য জুড়েও ময়ূরীর চারধারে ঘুরেও, পারল না দাগ কাটতে মনে,
কলা কৌশল গেল বৃথাই।