সোনার ফসল
অরুণ কারফা
কবিতার আকাশ থেকে বৃষ্টি না ঝরে
পড়ত যদি অগ্নি সমষ্টি, নিঃশব্দে তুলতে তুলতে কলরোল,
বৈষম্যহীন সমাজে ব্যবস্থায়, হয়ত ফলত সোনার ফসল।
হয়ত এসে মহামারী মারত কিছু দুরাচারী
নয়ত মন্বন্তরের ফলে জমিদার মরে যেত আকালে
প্রতিশোধ স্পৃহা চরিতার্থ দেখে
প্রজাকুল গাইত প্রবল আবেগে।
পাখপাখালি কাঁপিয়ে দিয়ে সবুজ রঙের গাছগাছালি
উপভোগ করত মুক্তির আন্দোলন
কিন্তু নাহ্, দুঃখের কথা,
প্রতিকূল অবস্থা হলেই এমন,
দুরাচারী হয় স্বেচ্ছাচারী
ফুলে ফেঁপে ওঠে জমিদারি
আর, "মরণ আমন্ত্রণ" পায় সাধারণ। ।