কাঁচ দিয়ে কাঞ্চন ঢাকা
অরুণ কারফা
কাঁচের চুড়ি ভেঙ্গে দেয় , শাশ্বত প্রেমের প্রতিশ্রুতি
এমনই তার জোর;
আসলেই, শোনা গেলেও এ'রম বাক্য
--সব কিছু নয় আসল সোনা--
থাকলেও চাকচিক্যের আধিক্য
বোধ করি তাই,
কাঁচের মত স্বচ্ছ ঘরে রেখেও সাজিয়ে যতন করে
কাঞ্চনের মত ভালবাসা,
কেউ জানে না
কবে কোথায় কোনদিকে নেয়
আকস্মিক এক মোড়।
তাই, উড়িয়ে দিয়ে মুক্ত বিহঙ্গ যুক্তি দিয়ে সাজিয়ে সঙ্গ
যেতে দাও তারে দূরে উড়ে
যৎদূর পাবে প্রেমের তরঙ্গ ।