খাঁটি ভালবাসা
অরুণ কারফা
ভালবাসতাম গভীর অনুভবে,,,,,
তাই কখনো ভাবিনি কী ভাবে
অথবা কী কারণে, কবে
ঘটা করে তারে এবং সবারে
এই গোপন কথা প্রকাশ করে সামাজিক প্রথায় সামিল হয়ে, সাড়ম্বরে
জানান দিতে হবে।
আর, বিপদ হল সমূহ তাতে ...
বেড়াল ছিল কাছে ওঁৎ পেতে
কাকাতুয়া কথা তুলতে কানে
মাধবী রাতে দুধেল জ্যোছনে
বানিয়ে মালা মাধবীলতার, পড়িয়ে গলার চারধারে তার
খেয়ে গেল দুধ অমূল্য এক বাটি,
তার'চে যদিও আমার প্রেম, হিরণ্য সম লোভনীয় খাঁটি।