নারী মুক্তি
অরুণ কারফা
সেদিন যখন করছিল চান নদী,
চাঁদের জ্যোছনে আপন মনে
লজ্জায় মেঘ ঢাকল তাকে আড়ে ,
যাতে প্রকৃত রূপ
আরো আরো বেশি বাড়ে
অন্ধকারের সঙ্গে অভিসারে ।
তারার দল বুঝে কৌশল
ভরিয়ে দিল নদীর আঁচল
আকাশের গায়ে ফুটে উঠে
আঁধারে ,
জোনাকির মতো কাতারে কাতারে।
এ ধরণের ছলনা দেখে
তীর বলল চলনা বেঁকে
নস্যাৎ করে রীতিনীতির বাঁধ ,
পেতে যদি হয় মুক্তির স্বাদ;
ভাঙ্গতেই হবে তারে
সেই টেকে শেষে
লড়াই করে জিততে যে পারে।