নারী পুরুষ
অরুণ কারফা
ঝরা পাতা হয়ে পড়েছিল কেউ, সেদিন ভোরে সদর দোরে
চিনতে ভুল হয়নি কে সে,
এ যেন কিছুটা, অহল্লার মত পাথর হয়ে অপেক্ষায় ছিল ছদ্মবেশে, পাষান হৃদয়কে ভালবেসে।
হরধনুষ ভেঙ্গে উঠলে জেগে কোনো একদিন সুপ্ত পৌরুষ
ভেবেছিল নীড়ে আসবই ফিরে ভাবলে নারীকেও মানুষ।
হায়রে পুরুষ!
এতদিন পরেও, হয় যদি হুঁশ।