বিন সুতোর মালা
অরুণ কারফা

সেদিন প্রাতে বেড়াতে গিয়ে দেখি মাঠে ,,, ,
পরশ পেতে তৃষিত প্রাণে মাথা নত করা সবুজ ধানে , থরে থরে, থাকে থাকে,
চিরন্তন গান শনশন করে গাইতে তাকে....
                তিরতির করে বয়ে যাওয়া
কখনো মন্দ কখনো দ্রুত ভালবাসায় বিলীন হওয়া
স্বতঃস্ফূর্ত স্বতঃপ্রণোদিত,  প্রচার বিমুখ অদৃশ্য হাওয়াকে।

আরো দেখলাম কেমন করে ঝাঁকে ঝাঁকে কৃষক এসে তার ডাকে ,
বিহঙ্গ যেমন গুছিয়ে পালক, উড়ান দেয় খড় কুটো আনতে নতুন করে ঘর বাঁধতে ;
           তেমনি, কাস্তে নিয়ে বসে হাতে  অপেক্ষারত ধান পাকতে ;
যাতে বিন সুতোতে গেঁথে মালা
ঘুচিয়ে বধূর জঠর জ্বালা সংসারে পারে শান্তি আনতে । ।