নিরর্থক লেখা
(বিশ্ব কবিতা দিবসে)
অরুণ কারফা
21.03.2023
কত কী করি ভালবাসার ছলে,,,,,
বসন্ত কালে আসবে বলে
সেদিন বিকালে
গাছের গলে -
মালার বদলে ঝুলিয়ে ছিলাম
পলাশ ফুলের দু
ল
কে জানত তা যুগের তালে
তাল না রেখে চলার ফলে
হয়েছিল ভুল।
স্বর্ণ যখন স্বর্ণলতার
চেয়েও বেশি দামী...
তখন কী কোনো জায়ার
ভাল্লাগে পার্থিব মায়ার
কপর্দকহীন স্বামী।
তবু, বিশ্ব কবিতা দিবসে
লিখলাম যেন জনমানসে
না ছড়ায় এমন এক বার্তা.....
না লিখলে ধরে সোনার কলমে
সবই যাবে পণ্ডশ্রমে
যেমনই হোক সে কবিতা ।